এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
বীরভূম জেলার রামপুরহাট কাণ্ডের পরেই রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের আগামী ১০ দিনের জন্য ছুটি বাতিলের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করতে হবে।
তাদের এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল, গুলি ,বারুদ। এর পরেও যদি কোনো থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি, আইসিকে। এই নির্দেশ পাওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদারের নেতৃত্বে পাঁশকুড়া থানা এলাকায় বিশেষ অভিযান চলে। পাঁশকুড়াতে এই বিশেষ অভিযান চালিয়ে পূর্ব চিল্কা থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় ১ ব্যক্তিকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সবটাই বিস্তারিত জানান পাঁশকুড়া থানার আইসি অশীষ মজুমদার।
তিনি আরও বলেন ,এই ধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে, তবে ধৃতকে সোমবার তমলুক আদালতে তোলা হবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।