জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বিপুল পরিমাণ রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল পুলিশ

এনএফবি,জলপাইগুড়িঃ

বাড়িতে মজুত করা বিপুল পরিমাণ চাল আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোতোয়ালি থানা এলাকায় পাহারপুর জমিদার পাড়ায় ঘটেছে ঘটনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়পুর এলাকায়।

পুলিশ জানিয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা সুদর্শন সরকারের বাড়িতে রেশনের চাল এবং আটা মজুত রেখেছে বলে খবর পায় পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই অনুযায়ী ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে কুড়ি কুইন্টাল রেশনের চাল এবং ১৮৬ প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অভিযানের খবর জানতে পেরেই গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন সুদর্শনের স্ত্রী। তিনি বলেন, ” এই চাল, গম আমরা বিভিন্ন মানুষের থেকে কিনে থাকি। যারা রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে নিজেরাই আমাদের বাড়িতে বিক্রি করে যান। এগুলো চুরির সামগ্রী নয়।” ঘটনা তদন্তে পুলিশ।