জুলাই 3, 2024
Latest:
রাজ্য

সল্টলেকে শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে টুইট রাজ্যপালের

এনএফবি, নিউজ ডেস্কঃ

বিরোধী দলনেতার বাড়ি ঘেরাও করার অভিযোগে পুলিশের সাথে বচসা বিজেপি নেতাদের। ঘটনার প্রতিবাদে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

সংবাদ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শুভেন্দু কলকাতা পুরভোটে বুথ দখল ছাপ্পার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতর এবং রাজ্যপালের সাথে দেখা করতে যাওয়ার কথা জানান। এরপরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলে। বিজেপির পক্ষ থেকে দাবি, সেই সময় বিরোধী দলনেতার বাড়িতে পদ্ম শিবিরের কুড়িজন বিধায়ক-সহ রাজ্য নেতারা উপস্থিত ছিলেন। বাড়ি ঘেরাওয়ের কারণ জানতে চেয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিকেল পাঁচটা নাগাদ শুভেন্দু বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। সেই সময় বিরোধী দলনেতার সাথেও তার্কাতর্কি বাধে পুলিশের।

পুলিশের ভূমিকার প্রতিবাদ করে এদিন সরব হয়েছেন জগদীপ ধনখড়। একটি ভিডিও ক্লিপস-সহ এক টুইটে রাজ্যপাল লেখেন, “ সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ি বিধাননগর পুলিশ দ্বারা অবরুদ্ধ। সেখানে ২০ জন বিজেপি বিধায়ক-সহ দলের বেশ কয়েকজন রাজ্যস্তরের নেতাও উপস্থিত রয়েছেন।“ বিরোধী দলনেতার মাধ্যমে তিনি এই খবর পেয়েছেন বলে দাবি করেছেন। একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, এদিন সন্ধ্যা ছ’টায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন বিরোধী দলনেতা।