জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

শিলিগুড়িতে পোস্টার ঘিরে রাজনৈতিক তর্জা

এনএফবি,শিলিগুড়িঃ

দোরগোড়ায় শিলিগুড়ি পুর নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলের শীর্ষ নেতারা তাদের দলের প্রার্থীদের সমর্থনে প্রচার সারছেন। ঠিক সেই সময় শহর শিলিগুড়ি জুড়ে দেখা গেলো পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে পুরনো বিজেপি দিচ্ছে ডাক এবার শিলিগুড়িতে দিদিই থাক। এই ধরণের পোস্টার ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে ।

এবিষয়ে শিলিগুড়ির বিধায়ক তথা ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন , পুরনো বিজেপি এতটা মেরুদন্ডহীন নয় যে তারা রাতের অন্ধকারে বেরিয়ে দলের শীর্ষ নেতাদের ছবি দিয়ে শহর জুড়ে পোষ্টার লাগবে। ফলে এইটা পুরানো বিজেপি বা বিজেপির কোন ব্যাপার নয়। এটা যারা করেছে তারা ভোটে হারবে ৷ ভোটে হারার সম্ভবনা বেশি শাসকদলের।

অপরদিকে এই এবিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদোব্রত দত্ত বলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস প্রতিটি ক্ষেত্রেই এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়ছে। একটি গোপন জোট সারা বাংলাজুড়ে আছে খানিকটা প্রকাশিত ও খানিকটা অপ্রকাশিত। আমরা এরকম কোনো কাজকে সমর্থন করিনা। রাজনীতির ময়দানে এইটা মানুষের মধ্যে বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র।