জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত ময়নার বাকচা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

বেশ কিছু দিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত ময়নার বাকচা। তৃণমূলের মিছিল কে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। বিজেপি তৃণমূল সংঘর্ষের বোমাবাজির অভিযোগ। বাকচা তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরার আভিযোগ ২১ শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমর্থনে ময়না থানার বাকচা গ্রাম পঞ্চয়েতের খিদীরপুর থেকে হালিশহর হয়ে চাবুকিয়া প্রজন্ত মিছিলের প্রস্তুতি নেয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই সময় তৃণমূলের মিছিল ছত্রভঙ্গ করার জন্য বিজেপির দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বোমা ফাটাতে শুরু করে। উত্তেজিত তৃণমূল কর্মীরা বিজেপি কর্মিদের তাড়া করে কয়েক জনকে ধরে ফেলে। ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়।

নিজস্ব চিত্র

যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা আশীষ মণ্ডলের অভিযোগ, ময়না বিধানসভার বাকচার খিদিরপুর গ্রামের গোলাপাতা মাঠ থেকে তৃণমূলের একটি আড়াইশ জনের মিছিল বের হয়। মিছিলটি হালিশহর হয়ে চাবুকিয়ার দিকে যাচ্ছিল। হালিশহরে, ঐ মিছিল থেকে তৃণমূলের লোকজন বিজেপির কর্মীদের মারধর শুরু করে। তারমধ‍্যে নারায়ণ মণ্ডল প্রচন্ড ভাবে জখম হয়। তার স্ত্রী ছাড়াতে গেলে তাকেও মারধর করে। পরে ময়না থানার পুলিশ গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে ময়না হসপিটালে ভর্তি করেছে। এর প্রতিবাদে আগামীতে বিজেপি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।