এনএফবি, খড়্গপুরঃ
বুথের ভিতর একমাত্র প্রিসাইডিং অফিসার ছাড়া কারোর মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু বুথের ভিতরে বসে পোলিং এজেন্টরা কেন মোবাইল ফোন ব্যবহার করছেন? প্রিসাইডিং অফিসারকে এমনই অভিযোগ জানালেন খড়্গপুর পুরসভার ৩৩নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগের ভিত্তিতে পোলিং এজেন্টদের কাছ থেকে তড়িঘড়ি মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হয়।
আজ খড়্গপুর শহরের গোলবাজারে দূর্গা মন্দিরে পূজো দিয়ে পুরসভার ৩৩ নং ওয়ার্ডের বিভিন্ন বুথ ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পোলিং এজেন্টরা ভোটারদের প্রভাবিত করছেন।