জুন 29, 2024
Latest:
ক্রীড়া

বিরাটের সচিনের রেকর্ড ভাঙা সোজা বলছেন পন্টিং

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

৭০ থেকে ৭১তম সেঞ্চুরি পেতে বিরাট কোহলির সময় লেগেছে ১ হাজার ২০ দিন। ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি সেঞ্চুরির লম্বা খরা ভেঙেছেন। এরসঙ্গে সঙ্গে তিনি স্পর্শ করেছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টা সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিংয়ের। বিরাট সচিন তেন্ডুলকরের পরে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক ভারতীয় হিসেবে। ফলে এবার মনে করা হচ্ছে সচিনের শতরানের রেকর্ড ভাঙতে পারেন বিরাট। এই বিষয়ে নিশ্চিত রিকি পন্টিং। শতরানের সেঞ্চুরি করতে বিরাটের উপর ভরসা রয়েছে তাঁর। সম্প্রতি আইসিসি-র একটি সাক্ষাৎকারে পন্টিং একথা স্বীকার করেন। বিরাট সচিনের কীর্তি স্পর্শ করতে পারবে বলে আশা করছেন পন্টিং। তবে এটা খুব একটা সহজ হবে না বলে মনে করেন তিনি। কারণ, ৭১ তম শতরান পেতে অনেকটা সময় লাগিয়েছেন তিনি ফলে কাজটা কঠিন হয়েছে। পন্টিং বলেন, “আপনি যদি বিরাটের ১০০টা সেঞ্চুরি নিয়ে তিন বছর আগে প্রশ্ন করতেন তাহলে বলতাম এটা করা ওর কাছে সোজা। ও সচিনের রেকর্ড স্পর্শ করতে পারবে। তবে এখন কিছুটা গতি কমেছে, তবে আমি এখনও মনে করি ওর পক্ষে সম্ভব রেকর্ড স্পর্শ করা।” ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭০তম শতরান পেয়েছিলেন বিরাট। তারপর থেকে তাঁর খারাপ সময় অব্যাহত ছিল। আইপিএলে অর্ধশতরান এলেও জাতীয় দলে সেটিও দূরে ছিল। কিন্তু এশিয়া কাপের আগে বিরতি তাঁর কাজে লেগেছে। তিনি ফর্ম ফিরে পেয়েছেন। এশিয়া কাপে তিনি দুটো অর্ধশতরান ও একটি শতরান পেয়েছেন। ৩৩ বছর বয়সে তিনি ৭১টা শতরানের মালিক।

পন্টিং বলেন, “আমার মনে হয় ওর কাছে এখনও অনেক সময় আছে, বাকি মাত্র ৩০টা শতরান। বছরে ৫-৬টা শতরান যদি ও আগামী তিন বছরে করতে পারে তাহলে ওরজন্য লাভজনক। এক্ষেত্রে ওকে নজর দিতে হবে ওডিআইতে। টি-২০ তে পেলে তা বাড়তি পাওনা হবে। বিরাট সবকিছু পারে, ও যদি একবার ফ্লো পেয়ে যায় তাহলে ও পারবে। কারণ ওর হাতে সময় আছে।”