অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
ভারতকে খাদের কিনারা থেকে উদ্ধার করলেন মুম্বইকার শ্ৰেয়স আইয়ার। ১০৬ রানে ভারত যখন তিন উইকেট হারিয়েছে তখন ব্যাট করতে নামেন শ্রেয়স। দিনের শেষে দলকে মজবুত জায়গায় পৌঁছে দিলেন দুরন্ত অর্ধ শতরানের মাধ্যমে।
সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৩৬ বলে ৭৫ রান করে অপরাজিত শ্রেয়স আইয়ার। এই ইনিংস দেখে উচ্ছ্বসিত আইপিএলে শ্রেয়সের দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তিনি টুইট করেন, “ গত কয়েক বছর ধরে তুমি যে সমস্ত কাজ করেছ তা দেখেছি, তুমি এটার জন্য খুব ভালো দাবিদার এবং এটা তোমার শুরু। শ্রেয়স তোমার জন্য গর্বিত।“ পন্টিং দিল্লি ক্যাপিটালসে আইয়ারের সঙ্গে কাজ করেছেন। পন্টিং এবং আইয়ারের সঙ্গে ২০২০-তে দিল্লি ক্যাপিটলসের হয়ে একটি দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন। তিনি খেলছেন বিরাট কোহলির জায়গায়। মুম্বাইতে পরের টেস্টে বিরাট নামলে আইয়ার কি সুযোগ পাবেন, সেটাই এখন দেখার।
Having seen all the work you’ve put in over the last few years, very well deserved and only the beginning for you mate. Proud of you @ShreyasIyer15. https://t.co/Tnb3xZNXhX
— Ricky Ponting AO (@RickyPonting) November 25, 2021