জুলাই 3, 2024
Latest:
দেশফিচার

নাগরিক অধিকার প্রয়োগে সাংবাদিকদের জন্যও পোস্টাল ব্যালট

এনএফবি, নিউজ ডেস্কঃ

এবার পোস্টাল ব্যালটে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সাংবাদিকরা। নির্বাচন কমিশন সাংবাদিকদের নাগরিক অধিকার প্রয়োগে এ বারই প্রথম এই উদ্যোগ গ্রহন করল। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে কারা ভোট দিতে পারবেন তার তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিকরাও রয়েছেন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচন আধিকারিকের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া-সহ বিভিন্ন রাজ্যের প্রেসক্লাব গুলি। প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুমোদিত সাংবাদিক ছাড়াও এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়া, ফুড কর্পোরেশন অব ইণ্ডিয়া, ভারতীয় রেল, প্রেস ইনফর্মেশন ব্যুরো, দূরদর্শন, অল ইণ্ডিয়া রেডিও, বিদ্যুৎ দফতর, স্বাস্থ্য বিভাগ, পরিবহণ দফতর, বিএসএনএল ও দমকল বিভাগের মতো জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরাও পোস্টাল ব্যালটের, মাধ্যমে তাঁদের ভোট দিতে পারবেন।