জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি- চাকরির নামে তোলা টাকা ফেরতের দাবিতে পোস্টার

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বেনামে পোস্টার পড়ল। চাকরি দেওয়ার নাম করে রবীন্দ্রনাথবাবু টাকা নিয়েছেন বলে পোস্টারে অভিযোগে। কোচবিহার শহরের এমজেএন(MJN) রোড সংলগ্ন সাগরদিঘী এবং নরসিংহ দিঘি আর আর এন রোড উপর লিফলেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। তবে কারা এই লিফলেট রাস্তায় ফেলল তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন।

ওই পোস্টারে উপরে লেখা আছে, ‘জনতার হুঁশিয়ারি’ দাবি, ” আমাদের দলের বর্তমান (কোচবিহার) পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কল্যাণী পোদ্দার কোটি কোটি টাকা তছরুপ করেছেন। যাহা কোচবিহারবাসীর কাছে অবগত রয়েছে। রবি (রবীন্দ্রনাথ) ঘোষ চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা সমগ্র কোচবিহার থেকে তুলেছে, চাকরি দিতে পারেনি, টাকাও গায়েব করে দিয়েছে, যে টাকার কিছু অংশ কলকাতায় দেওয়া হয়েছে। কল্যাণী পোদ্দার বদলি ও চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। আমাদের সময় এসেছে, ওদের বাড়ি ঘেরাও করে টাকা আদায় করার, টাকা ফেরত না দিলে তাঁদের পিঠের চামড়া উঠিয়ে নেওয়া হবে।”

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন রবীন্দ্রনাথবাবু।