জুলাই 1, 2024
Latest:
দেশ

জেনারেল বিপিন রাওয়াতকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান

এনএফবি, নিউজ ডেস্কঃ

মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানে সম্মানিত হচ্ছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ(CDS) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্র সরকার প্রকাশিত তালিকা থেকে এই খবর জানা যায়। সম্প্রতি ২০২১ সালের ৮ ডিসেম্বরের তামিলনাড়ুর কুন্নুরের কাছে কপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয়। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও মারা যান। একই সঙ্গে মারা যান ব্রিগেডিয়ার এলএস লিড্ডর,লেফ্টনেন্ট কর্নেল হরজিন্দর সিং, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।

এবার বিপিন রাওয়াত-সহ দেশের সর্বোচ্চ এই নাগরিক সম্মান পাচ্ছেন মোট চার জন। বাকি তিন জন হলেন হিন্দুস্থানি ধ্রুপদী সংগীত শিল্পী মহারাষ্ট্রের প্রভা আটরে। সাহিত্য ও শিক্ষা বিভাগে মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন উত্তরপ্রদেশের গীতা প্রেসের সভাপতি রাধেশ্যাম খেমকা। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।

উল্লেখ্য, তালিকায় প্রকাশিত ২০২২ সালের চারজন পদ্মবিভূষণের প্রাপকের মধ্যে তিনজনই ভোটমুখী রাজ্য থেকে।