জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ক্রিকেটে না এলে সৈনিক হওয়ার ইচ্ছা ছিল পাওয়েলের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের মঞ্চে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স করছেন রভম্যান পাওয়েল। দিল্লী ক্যাপিটালস যে তাঁকে দলে নিয়ে এতটুকু ভুল করেননি, তা প্রতিটি ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটারের লক্ষ্য তাঁর মায়ের কষ্ট দূর করা। রভম্যান পাওয়েলের সেই সংগ্রামের কাহিনী বেশ কয়েকদিন আগেই সকলকে জানিয়েছিলেন ইয়ান বিশপ। এখন মাকে দেওয়া সেই কথা রাখতেই ছুটে চলেছেন পাওয়েল। কিন্তু ক্রিকেটার না হলে তিনি কী হতেন। এতদিন সেই কথা চেপে রাখলেও, অবশেষে তা সকলের সামনে এনেছেন এই তরুণ ফুটবলার।

ক্রিকেট সবসময়ই তার প্রথম পছন্দ। সেইসঙ্গে ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তাঁর। তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে ছিলেন , সেই সময়ই মাকে কথা দিয়েছিলেন যে বড় হয়ে এই অবস্থা থেকে তাদের বের করবেন। তখন থেকেই জেদটা ছিল প্রচন্ড। একইসঙ্গে নিজের লক্ষ্যও স্থির করে ফেলেছিলেন এই তরুণ তারকা। যদি ক্রিকেটার হতে না পারেন, তবে সৈনিক হওয়ারই ইচ্ছা ছিল রভম্যান পাওয়েলের। দিল্লি ক্যাপিটালসের পডকাস্টে রভম্যান পাওয়েল জানিয়েছেন, “আমি জামাইকার একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছি। যেখানে সকলের প্রধান জীবিকাই হল চাষাবাদ। কিন্তু ছোটবেলা থেকেই আমার একটাই লক্ষ্য ছিল। আমার পরিবারকে এই অবস্থা থেকে বের করে আনা। আর সেটা ক্রিকেট এবং পড়াশুনোর মধ্যে দিয়েই করতে চেয়েছিলাম”।

তিনি আরও জানিয়েছেন, “ক্রিকেটে আমি সাফল্য পাচ্ছি, ভগবানকে তারজন্য অশেষ ধন্যবাদ। আমি একজন পেশাদার ক্রিকেটার হওয়ার আগে দেশের সৈন্য হওয়ার কথা ভেবেছিলাম। ক্রিকেটে যদি সাফল্য না আসত তবে সৈন্য হওয়ার পথই বেছে নিতাম”।

তবে সৈন্য হওয়ার পথে আর যেতে হয়নি রভম্যান পাওয়েলকে। ক্রিকেটের বাইশগজে তাঁর দক্ষতার প্রমাণ দিয়ে এগিয়ে চলেছেন এই তরুণ ক্যারিবিয়ান তারকা। দিল্লি ক্যাপিটালস শিবিরও তাঁর পারফরম্যান্সে আপ্লুত। কয়েকদিন আগে সেই কথাই তো শোনা গিয়েছিল শেন ওয়াটসনের মুখেও। তাঁর ব্যাটিং দক্ষতার নিয়েই প্রশংসা করেছিলেন ওয়াটসন।