অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের আয়োজিত অল ইন্ডিয়া ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অংশ নিয়ে ভাল ফলাফল করল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর স্বীকৃত রাজ্য ক্যারাটের নিয়ামক হল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
পুণের মহারাষ্ট্রে ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বসেছিল অল ইন্ডিয়া ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ ২০২২-এর আসর। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন হল ভারতের একমাত্র স্বীকৃত সংস্থা যারা বিশ্ব ক্যারাটে ফেডারেশন, এশিয়ান ক্যারাটে ডু ফেডারেশন, সাউথ এশিয়ান ক্যারাটে ডু ফেডারেশন এবং কমনওয়েলথ ক্যারাটে ডু ফেডারেশনের সদস্য। বিশ্ব ক্যারাটে ফেডারেশন হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র সদস্য।
ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সভাপতি হানসি প্রেমজিৎ সেন। তাঁর উদ্দ্যোগেই বাংলার ক্যারাটে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অন্য উচ্চতা লাভ করেছে। বাংলার হয়ে মোট ৪৮ জন ক্রীড়াবীদ ৫৩টি ইভেন্টে অংশ নেন। বাংলা এই প্রতিযোগীতায় অর্জন করেছে দু’টি সোনা, ৩টি রূপো এবং ৯টি ব্রোঞ্জ।