জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ক্ষমতাহীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

COA (কমিটি অফ অ‍্যাডমিনিস্ট্রেটর্স) কে বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, COA-এর আর কোনও ক্ষমতা থাকবে না। একই সঙ্গে এআইএফএফের নির্বাচন সম্পন্ন করার জন‍্য সময় বাড়িয়ে তা পিছিয়ে দিয়েছে আদালত। এই মাসের ২৮ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল। তা পিছিয়ে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করা হবে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে। রাজ‍্য ফুটবল সংস্থার মনোনীত প্রার্থীরাই নির্বাচনে উপস্থিত থাকতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতে COA-কে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল কেন্দ্র। সিওএ-র হস্তক্ষেপ তুলে নেওয়া, প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়া এবং প্রফুল্ল পটেলের নেতৃত্বে থাকা দলকে এআইএফএফ-এর অংশ না করার আবেদন জানিয়েছিল কেন্দ্র। তারই শুনানিতে সর্বোচ্চ আদালত সিওএ কে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ৷