জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

তীব্র তাপপ্রবাহর মধ্যেই অনুশীলন এটিকে মোহনবাগানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এএফসি কাপের গ্রুপ পর্ব এখনও তিন সপ্তাহ পরে হলেও তার প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ২৭ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পড়লেন দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো।

রয় কৃষ্ণা পারিবারিক কারণে দেশে ফেরার পরে এখনও ভারতে ফেরেননি। তাই তাঁকে ছাড়াই শুরু হয়ে গেল এটিকে মোহনবাগানের প্রস্তুতি। প্রাথমিক রাউন্ডে ছিলেন না আর এক বিদেশি কার্ল ম্যাকহিউ। তিনিও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। অর্থাৎ ২৭ জন ফুটবলারকেই এই শিবিরে পেয়ে গিয়েছেন ফেরান্দো।

চলতি মাসে প্রাথমিক পর্বের দুই ম্যাচে যথাক্রমে শ্রীলঙ্কার ব্লু স্টার (৫-০) ও বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেডের (৩-১) জয় পেয়ে গ্রুপ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। মে-র তৃতীয় সপ্তাহে তাদের ভারতের গোকুলাম কেরালা এফসি (১৮ মে), বাংলাদেশের বসুন্ধরা কিংস (২১ মে) ও মালদ্বীপের মাজিয়া এসআরসি-র (২৪ মে) বিরুদ্ধে মাঠে নামতে হবে। প্রথম দু’টি ম্যাচ হবে বিকেল পাঁচটা থেকে ও শেষ ম্যাচটি হবে রাত সাড়ে ন’টায়।

দলের কোচ জুয়ান ফেরান্দো প্রতিপক্ষদের নিয়ে বলেন, “গোকুলাম টানা আঠারোটা ম্যাচে অপরাজিত। আই লিগে ওদের তিনটি ম্যাচ দেখেছি। আমাদের দলের মতো ওরাও ম্যাচের মধ্যেই রয়েছে। ওদের দুই বিদেশি বেশ ভাল। দলটাও বেশ সংগঠিত। আমাদের কাছে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতেই হবে। আপাতত আমাদের ফোকাস ওই ম্যাচটাই”।

আরও পড়ুনঃ পদত্যাগ করুন নাহলে গোপন তথ্য ফাঁস করে দেব, কুশল দাসকে একহাত রঞ্জিত বাজাজের

বাংলাদেশের বসুন্ধরা কিংসকে নিয়ে ফেরান্দো বলেন, “বসুন্ধরার দুটো ম্যাচ দেখলেও ওদের দেশের লিগের নীচের দিকের দলের বিরুদ্ধে ম্যাচ ওগুলো। তাই বসুন্ধরা একতরফা জয় পেয়েছে বলা যায়। আমাদের যে রকম ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচটা হয়েছিল। ওদের আরও দু-তিনটে ম্যাচ দেখতে হবে। তবে খোঁজ নিয়ে দেখেছি, ওরা শক্তিশালী দল। এএফসি-তে ওদের সাফল্য আছে। অনেকবার এই স্তরে খেলেছেও। বাংলাদেশের সেরা দল। ওদের হারাতে গেলে নিজেদের একশো শতাংশ দিতেই হবে”।

গ্রুপের আর এক দল মাজিয়া এসআরসি নিয়ে ফেরান্দোর মন্তব্য, “মালদ্বীপের মাজিয়ার চারটি ম্যাচ দেখলাম। টিমটা একই গতিতে ওঠানামা করে। উইং দিয়ে আক্রমণ করে। রক্ষণও বেশ শক্তপোক্ত। মালদ্বীপে ওদের প্রচুর সাফল্য আছে। আমাদের অনেক তৈরি হয়ে ওদের বিরুদ্ধে নামতে হবে”।

এই পর্বে একে অপরের বিরুদ্ধে খেলার পরে গ্রুপের এক নম্বর দল ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। গতবারও এই স্তর পর্যন্ত উঠেছিল এটিকে মোহনবাগান। কিন্তু সফল হতে পারেনি।

আরও পড়ুনঃ স্বল্প পুঁজিতেও জয় রাজস্থান রয়্যালসের