চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে প্রদীপ্তা,বিপ্লব

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

তৃণমূলের দুই শিবিরের দুজন নির্বাচিত প্রার্থীকে নিয়ে চেয়ারম্যানের জল্পনা বালুরঘাট শহরে। মুখে না বললেও চাপানোতর রয়েছে জেলা তৃণমূলের অন্দরে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট পুরসভার ২৫ টির মধ্যে ২৩ টি দখল করেছে তৃণমূল। স্বাভাবিকভাবেই এখানে বোর্ড গড়ছে একক সংখ্যাগরিষ্ঠ পাওয়া এই দল। তবে নির্বাচিত দুজন তৃণমূল হেভিওয়েট প্রার্থী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বলে চর্চা বালুরঘাট শহরে। যাদের মধ্যে একজন হলেন ২২ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী। প্রদীপ্তা দেবী একাধারে জেলা মহিলা তৃণমূল সভাপতি। আবার তিনিই হলেন বিশিষ্ট রাজ্য তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধূ। অন্যদিকে, চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন এবারে ১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁ। বিপ্লব বাবু তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি। দীর্ঘদিন তিনি তৃণমূলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তবে তার নামে কুৎসা চালিয়ে এবার প্রচারের ময়দানে ছিল বিজেপি। বিপ্লব খাঁ আবার জেলার বরিষ্ঠ নেতা তথা রাজ্যের কৃষি বিপনন দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র-র ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রদীপ্তা দেবী এবং বিপ্লব খাঁ-এই দুজনের মধ্যে একজনকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা দলের অন্দরে। একই চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।

প্রদীপ্তা চক্রবর্তী।

২২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “দলের নিয়মনীতিকে সামনে রেখে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আগের চেয়েও বেশী আসনে জয়লাভ হয়েছে। এই পর্যন্ত আমরা দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপাহী হিসেবে কাজ করেছি। কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেটা দলের সিদ্ধান্ত। যোগ্য কাউকেই দেওয়া হবে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাই অক্ষরে অক্ষরে পালন করব। পাশাপাশি একই সুরে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নির্বাচিত প্রার্থী বিপ্লব খাঁ বলেন, “চেয়ারম্যান কাকে করা হবে সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করবেন। আমি যে দায়িত্ব পাব সেটাই পালন করব। যোগ্য ব্যক্তিকে সামনে রেখেই পুরসভা পরিচালনা হবে।” বিপ্লব বাবুর কথায়,আগে হয়ত কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। সেটা কাটিয়ে এগিয়ে যাব উন্নয়নের দিকে। মানুষের পাশে থাকব।

বিপ্লব খাঁ।