জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

খেলা দেখার টিকিট না পেয়ে ফেডারেশনের উপর গর্জে উঠলেন প্রসূন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়ান কাপ কোয়ালিফাই রাউন্ডের খেলা হয়ে গেলো কলকাতায়। ভারতীয় দল সাফল্যর সঙ্গে এখানে তিনটে ম্যাচ জিতেই যোগ্যতা অর্জন করল। কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার রয়ে গেল। টিকিট পেলেন না দেশকে গর্বিত করা ফুটবলাররা। এই নিয়ে শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একরাশ ক্ষোভ উগরে দিলেন সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। এদিন তিনি বললেন,” সমরেশ চৌধুরী, গৌতম সরকাররা কেন টিকিট পেলো না কলকাতায়, এতো বড়ো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়ে গেলো। ফেডারেশন কেন এদের মতো দিকপালদের সম্মান দেবে না। ভি আই পি জায়গা দরকার স্টেডিয়ামের কোনো কোনায় একটা জায়গা করে দেওয়া যেত না মাত্র ৩০-৪০ টিকিট লাগতো তো।” ফেডারেশন ভেঙে গেছে। প্রসূনের বন্ধু ভাস্কর গঙ্গোপাধ্যায় তিন সদস্যর কমিটিতে আছেন। প্রসূন বললেন,” তাহলে আমি ভাস্করের থেকে জানবো। শ্যাম থাপা টেকনিকাল কমিটিতে, ওর থেকে জানবো। আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে দেশের হয়ে এতো খেলার পরে সামান্য ম্যাচ দেখার টিকিট পাই না। আমি সাংসদ যে কোনো সময়ে ঢুকতে পারি। কিন্তু বাকি প্রাক্তন ফুটবলারদের কি হবে! আগে প্ৰিয়রঞ্জন দাসমুন্সী কার পার্ক সহ টিকিট পাঠিয়ে দিতেন।” ভারতীয় দলের এশিয়া কাপের কোয়ালিফাইয়ের সাফল্য নিয়ে প্রসূন জানালেন,” ভারতীয় দলকে বহুদিন পরে টিম হিসেবে খেলতে দেখা গেলো। সবচেয়ে ভালো লাগলো সুনীল ছেত্রীকে। ভারতের গত ৫০ বছরের সেরাদের মধ্যে থাকবে। সবথেকে বড়ো ব্যাপার একা খেলে না টিমম্যান হিসেবে খেলে। আমি বলছি আগে যেমন আমরা জাপান, কোরিয়ার কাছে গোলের পর গোল খেয়ে আসতাম এই টিমে সেটা হবে না। পরবর্তী রাউন্ডেও এশিয়া কাপে এই দল লড়াই করবে।” মোহনবাগান দলের নামের এটিকে থাকা নিয়ে এই সাংসদ জানালেন, “মোহনবাগানের নামের আগে থেকে এটিকে অবিলম্বে সরা উচিত। অন্য যে কোনো নাম থাকুক এই নাম যেন না থাকে।” ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যুতে তিনি জানালেন, “ওদের মত ক্লাব স্পনসর পাচ্ছে না মেনে নেওয়া যায় না। আমি চাই ওদের সমস্যা দ্রুত সমাধান হোক।”