এনএফবি,কলকাতাঃ
দেখতে দেখতে ১৬ বছরে পা দিলো প্র্যাক্সিস বিজনেস স্কুল। এদিন জমকালো অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠান আয়োজিত হল স্কুল প্রাঙ্গণে। ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের চেয়ারপার্সন কমলেশ সজনানীর জানালেন,শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অভিনন্দন।
প্র্যাক্সিসের সাফল্যের বিষয়টি নিয়ে তিনি জানালেন, “বর্তমান এবং প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং প্রাক্তন ছাত্রদের নিরলস প্রচেষ্টা ছাড়া সম্ভব হত না। যারা বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিল এবং এটিকে দেশের অন্যতম সেরা ব্যবসায়িক বিদ্যালয়ে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল। এখান থেকে, আমরা কেবল আরও উপরে যেতে পারি। এটাই আমাদের টার্গেট।”
প্র্যাক্সিসের ১৫ বছরের যাত্রার মূল মুহূর্ত এবং মাইলফলকগুলি একত্রিত করে একটি ভিডিও চালানো হয়। শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্র্যাক্সিস বিজনেস স্কুল ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক চরণপ্রীত সিং আবেগপ্রবণ হয়ে যান এদিনের অনুষ্ঠানে। তার অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি তিনি ব্যক্ত করেন। তিনি একাডেমিক লক্ষ্যে মনোযোগী থাকার গুরুত্বের ওপর জোর দেন।