জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মহিলা আইপিএল দল কিনতে আগ্রহী প্রীতির দল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পরেরবার থেকে মহিলাদের আইপিএল (ipl) কে আরও জনপ্রিয় করতে চায় BCCI। ছয় দলের টুর্নামেন্ট করতে চায় বোর্ড। আর পুরুষ দলের পরে মহিলাদের IPL দল কিনতে চায় প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।

এক সাক্ষাৎকারে পঞ্জাব দলের সহ মালিক নেস ওয়াডিয়া বলেন, “মেয়েদের IPL দল কিনতে আমরা আগ্রহী। মেয়েদের IPL সেভাবে পূর্ণাঙ্গ ফরম্যাটে হয় না। এটা হলে, খুব ভালো হবে। আরও প্লেয়ার উঠে আসবে। এটা ঠিক যে মেয়েদের ক্রিকেট সত্যিই কয়েক বছরে বেশ উন্নত হয়েছে।” ওয়াদিয়া আরও জানান “বর্তমানে মহিলা বিশ্বকাপ চলছে এবং মেয়েদের খেলা নিয়ে যে কতটা আগ্রহ বোঝা যাচ্ছে । যদিও আমরা হেরেছি সেই কারণে আমি দুঃখিতও।”

তবে মেয়েদের দলের বেস প্রাইস কত হওয়া উচিত একজন ক্রিকেটারের! নেস জানান, “এটা BCCI ঠিক করবে,আমি ঠিক করতে পারি না তবে আমি এটাই বলতে পারি আমরা মেয়েদের IPL দল কিনতে আগ্রহী।”

তবে বোর্ড এই টুর্নামেন্ট চালু করতে চাইলেও সমস্যা থাকছে। কারণ মহিলা বিগ ব্যাশ ২০১৫-১৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং গত বছর যুক্তরাষ্ট্র তে মহিলাদের দ্য হান্ড্রেডও অনুষ্ঠিত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজে এ বছর থেকে তিন দলের সিপিএল আয়োজন করবে। সেখানে ভারতীয়রাও খেলবেন। এরফলে বোর্ডের কাছে নতুন সূচি তৈরী চাপের। পঞ্জাবের মত কোনো ফ্রাঞ্চাইজি দেখার এগিয়ে আসে কিনা!

অনেকদিন ধরেই ভারতের মহিলা ক্রিকেটাররা পুরুষদের মত তাঁদের জন্য IPL করার দাবি জানাচ্ছেন। গত কয়েক বছরে মহিলা দলের সাফল্য সেভাবে নেই ভারতের। এবারে মহিলা বিশ্বকাপের শুরুটা ভাল করলেও হঠাৎই যেন ছন্দপতন হয় ভারতের। আর সেখানেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে হারের পরই বিশ্বকাপ জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল । সেই ম্যাচে ৩ উইকেটে হেরে যায়। মহিলা টুর্নামেন্ট করে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উপকৃত হয়েছে। তারই ফলাফল দেখা যায় যখন তারা সর্বোচ্চ স্তরে খেলে। মহিলাদের IPL অবশ্যই ভারতীয় মহিলা ক্রিকেটারদের স্থানীয় প্রতিভা খুঁজে বার করতে এবং চাপের পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।