এনএফবি, ওয়েব ডেস্কঃ
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে(Queen Elizabeth II) সমাধিস্থ করা হবে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে(Westminster Abbey)। শুক্রবার তাঁর কফিনবন্দি দেহ স্কটল্যান্ড(Scotland) থেকে লন্ডনে থেকে ফিরিয়ে আনা হচ্ছে । আগামী ৩ দিন ওয়েস্ট মিনিস্টার হলে শায়িত থাকবে রানির কফিনবন্দি দেহ। সেখানে গিয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। স্কটল্যান্ড এবং লন্ডনের বিভিন্ন জায়গায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গান স্যালুট দেওয়া । ১০ দিন পর ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে(Westminster Abbey) সমাধিস্থ করা হবে রানিকে।
রানির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি। শুক্রবার বালমোরাল প্রাসাদ দুর্গ থেকে তাঁর মরদেহ আনা হবে লন্ডনের বাকিংহাম প্যালেসে(Buckingham Palace)। সেখান থেকে পদযাত্রা করে রানির কফিন নিয়ে যাওয়া হবে ওয়েস্ট মিনিস্টার হলে। সেখানেই আগামী ৩ দিন শায়িত থাকবে রানির কফিনবন্দি দেহ। এই তিন দিন ওয়েস্ট মিনিস্টার হলে গিয়ে সাধারণ নাগরিক রানিকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এর জন্য দিনের মধ্যে ২৩ ঘণ্টা খোলা রাখা হবে এই হল। মৃত্যুর ১০ দিনের মাথায় ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে-তে স্বামী প্রিন্স ফিলিপের-র পাশেই সমাধিস্থ করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে ।