এনএফবি,মুর্শিদাবাদঃ
সারাদেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করা হল মুর্শিদাবাদের পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার কার্যালয়ে । শুক্রবার বিকেলে বহরমপুরের ভাকুড়িতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হাসিবুল ইসলাম।
এদিন তিনি বলেন, “গোটা দেশ জুড়ে ও অসাংবিধানিক ভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসে তল্লাশি চালানো হয়েছে তার আমরা ধিক্কার জানাচ্ছি। আরএসএস-এর নির্দেশেই এই কাজ করা হচ্ছে। এছাড়াও পপুলার ফ্রন্টের যেসব নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, তা না হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনে নামব। ২০১৬ সালে এবং বর্তমানে যে সব অফিসে তল্লাশি চালানো হয়েছে তাতে আদালতে দেওয়ার মত কোন তথ্য বা প্রমাণ তারা কিছুই পাননি। আরএসএস-র উদ্দেশ্য যে হিন্দু রাষ্ট্র ঘোষণা তার আমরা তীব্র বিরোধিতা করি।”