জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

এক নাবালিকার বিয়ে রুখল নন্দকুমার ব্লক প্রশাসন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

এক নাবালিকার বিয়ে রুখল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক প্রশাসন।

গোপন সূত্রে খবর পেয়ে বিডিও, নন্দকুমার থানার পুলিশ বাহিনী নিয়ে বিবাহ বাসরে উপস্থিত হন। নন্দকুমার থানা এলাকার নন্দীগ্রামের ঘটনা। শেখ জাহিদুল তার ১৭ বছর বয়সী মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছিল এমনটাই অভিযোগ। বিডিও থানার ওসি ঘটনা স্থলে পৌঁছে রীতি মতো জেরা করে মেয়ের বাবাকে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ১৮ বছরের আগে বিয়ে দেবে না এমনটা মুচলেখা ও লেখানো হয় জাহিদুলের কাছ থেকে। মেয়েকে পাঠানো হয়েছে হোমে।

বিডিও নন্দকুমার ৷ নিজস্ব চিত্র

প্রসঙ্গত রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ১৮ বছর সম্পন্ন হলেই মেয়েদের বিয়ে দেওয়া যাবে, তার আগে মেয়ের বিয়ে দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয় নিয়ে বহুবার মানুষকে সচেতন করা সত্ত্বেও এই রকম অসচেতনতার ঘটনায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন।