জুলাই 3, 2024
Latest:
জেলা

পুজোর আগে জোগান বাড়ায় দাম কমেছে পদ্মের

এনএফবি, জলপাইগুড়িঃ

মেঘলা আকাশকে উপেক্ষা করেই জমে উঠছে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার।

শনিবার শেষ রাতে লেগে পূর্ণিমা চলবে রবিবার বিকেল পর্যন্ত। যার ফলে শনিবার দিনটি হাতে থাকছে লক্ষ্মী পুজোর সামগ্রী কিনতে আসা গৃহস্থদের।

সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে, পথের ধারে প্রতিমা নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা।
মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হলেও, তাতে তেমন প্রভাব পরছে না।

নিজস্ব চিত্র

লক্ষ্মী পুজোর অন্যতম উপকরণ হলো পদ্ম ফুল, এবার বাজার ভরে গেছে পদ্ম ফুলে। দাম আগের তুলনায় কম বলেই জানালেন ক্রেতা এবং বিক্রেতা উভয়েই।

নিজস্ব চিত্র