জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

বাড়িভাড়ার টাকা না মেলায় প্রাথমিক শিক্ষা পরিদর্শক কার্যালয়ে তালা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

শিক্ষক দিবসের দিনে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা পরিদর্শকের গেটে তালা ঝোলালেন বাড়ির মালিক।

জানা গেছে, সরকারি এই অফিসের নিজস্ব বিল্ডিং না থাকায় তমলুকের মানিকতলাতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক কার্যালয় দীর্ঘদিন ধরেই ভাড়াতেই চলছিল।২০১৯ সালের পর থেকে বাড়ি ভাড়া বাবদ প্রায় সাড়ে ন লক্ষ টাকা বাকি হয়ে যায়। বকেয়া টাকা আদায়ের জন্য বিকাশ ভবন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি লিখেছেন বাড়ির মালিক। কিন্তু কোনো রূপ সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে অফিস চলাকালীন তমলুকের মানিকতলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শেখ তহিদুল ইসলাম নামে বাড়ির মালিক। তাঁর বক্তব্য বহুবার এই কার্যালয় অফিসে নোটিশ করেছি একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি করে জানিয়েছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ফলে এই রাস্তা অবলম্বন করতে বাধ্য হয়েছি।

শিক্ষক দিবসের দিনে এরকম একটি ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, শিক্ষার প্রতি মানুষের মর্যাদা নৈতিকতা সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আজ শিক্ষক দিবসের দিনে এরকম একটি ঘটনা খুবই দুঃখ জনক। আপাতত ওই বিল্ডিংয়ে থাকা প্রাথমিক শিক্ষা পরিদর্শকসহ আরও দুটি দপ্তরকে জেলাশাসক অ্যাপার্টমেন্টে সরিয়ে নিয়ে আসার কথাও জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তবে শিক্ষক দিবসের এই মহৎ দিনে শিক্ষাকর্মীদের এভাবে হেনস্থার শিকার যথেষ্টই ধিক্কারজনক ঘটনা বলে মনে করছেন সামাজিক মহল।