জুন 29, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

পড়ুয়াদের আন্দোলনের পাশে অধ্যক্ষ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং কলেজের পরিকাঠামো-সহ একাধিক দাবি নিয়ে কেশপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন শুরু করে পড়ুয়ারা। বুধবারও তাদের আন্দোলন জারি রয়েছে।

পড়ুয়াদের দাবির পাশে দাঁড়িয়েছেন কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছাত্রছাত্রীরা যে দাবি দাওয়া নিয়ে আন্দোলনে করছে এটা তাদের অধিকার। আর তাদের অধিকার যাতে পূরণ হয় সেই আশা রাখবো। একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পড়ুয়াদের দাবির কথা তিনি জানাবেন।

YouTube player