জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

বক্সিং-এ দেশকে প্রতিনিধিত্ব করতে সুদূর ইতালি পাড়ি দিচ্ছে জলপাইগুড়ির প্রিয়াঙ্কা

এনএফবি, জলপাইগুড়িঃ

কিক বক্সিং-এ অন্যতম নজির তৈরী করে ইতালিতে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপ খেলতে যাচ্ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চান্দাবাড়ী গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা রায় ।

প্রিয়াঙ্কা চান্দাবাড়ী গুলুকান্ত রায় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।মেয়ের এই সাফল্যে খুশি বাবা, মা, স্কুলের শিক্ষক থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী। প্রিয়াঙ্কা ছোটো বড় অনেক খেলায় অংশগ্রহণ করেছে ,তবে তার মধ্যে উল্লেখযোগ্য কোলকাতায় অনুষ্ঠিত পরপর দুবার স্টেট চ্যাম্পিয়ন ৷চেন্নাইতে অনুষ্ঠিত ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়ে এবার খেলতে যাচ্ছে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে । যা অনুষ্ঠিত হতে চলেছে সুদূর ইতালিতে।

জানা গেছে , প্রিয়াঙ্কা ইতালিতে ৩৭কেজিবিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কিন্তু স্বপ্নপূরণের দোরগোড়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন।
বাবা নৌজন রায় পেশায় রাজমিস্ত্রী ৷ ইতালিতে খেলতে যাওয়া ও খেলার সরঞ্জামের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি, তাই সকলকে কাছে সাহায্যের আবেদন জানিয়েছে প্রিয়াঙ্কার পরিবার।