জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

স্কুলে পানীয় জলের সমস্যা, বিক্ষোভে পড়ুয়ারা

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘ সময় কোভিড পরিস্থিতি কাটিয়ে একমাস হলো স্কুল কলেজের পঠন পাঠন চালু হয়েছে। স্কুলে পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল-গেঁওখালী রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল রাজচকের রাজচক নিউ প্রাইমারি বিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয় অভিভাবকরা।

গৌরী প্রামাণিক, অভিভাবিকা৷ নিজস্ব চিত্র

পড়ুয়ার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, স্কুল খুলেছে এক মাস হয়ে গেছে। স্কুলে পানীয় জলের কল খারাপ থাকার কথা জানানো হলেও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই সরকারের নজরে আনার জন্য আমাদের এই প্রয়াস। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ ও বিক্ষোভ। বিক্ষোভের জেরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ নিজস্ব চিত্র

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ গিয়ে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে ।

মহিষাদল বিডিও, যোগেশ মন্ডল ৷ নিজস্ব চিত্র