জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

বৃষ্টির জন্য জিম্বাবোয়ে ম্যাচ হাতছাড়া প্রোটিয়াদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১৯৯২,২০০৩ বিশ্বকাপ সময় বদলায় দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলায় না। অভিশাপের বৃষ্টি তাড়া করে। বৃষ্টির জেরে নিশ্চিত জয় হাতছাড়া হল দক্ষিণ আফ্রিকার। টি-২০ বিশ্বকাপে এদিন জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল প্রোটিয়ারা। বৃষ্টির জন্য ম্যাচ কমিয়ে আনা হয়েছিল ন’ওভারে। জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৭৯ রান তুলেছিল। ওয়েসলি ম্যাডহেভেয়ার ১৮ বলে অপরাজিত ৩৫ রান করেন। ২০ রান দিয়ে দু’উইকেট লুঙ্গি এনগিডির।

ফের বৃষ্টি নামায় দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় সাত ওভারে ৬৪। কুইন্টন ডি ককের (১৮ বলে ৪৭ অপরাজিত) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে তিন ওভারেই ৫১ রান তুলে নিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু তারপর বৃষ্টির জন্য আর খেলা সম্ভব হয়নি।