জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বিদ্যালয়ে রাজ্য সরকারের গরমের ছুটি ঘোষণার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

তীব্র গরমের জন্য রাজ্য সরকারের নির্দেশে আগামী ২ মে থেকে ১৫ জুন অবধি সরকারি বিদ্যালয়ে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে ৷ আর এই নির্দেশের বিরুদ্ধে আজ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বালুরঘাট সদর সার্কেল কমিটির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হল ৷

শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে অবরোধে সামিল হয় শতাধিক শিক্ষক শিক্ষিকা। এদিন বিক্ষোভ চলাকালীন সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ বলেন “রাজ্য সরকারের এই হঠাৎ সিদ্ধান্ত আমরা শুধু নই অভিভাবকরাও মানতে পারছেনা। প্রায় দু’বছর করোনা আবহে বিদ্যালয় বন্ধ থাকার ফলে ছাত্র ছাত্রীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শিক্ষক শিক্ষিকারাই সেটা বাস্তবে বুঝতে পারছি। গরম পড়েছে ঠিকই তার জন্য সকালে বিদ্যালয় চালু থাকুক ও প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হোক । প্রয়োজনে সময় সুচী পরিবর্তন করা যেতে পারে। কিন্তু হঠাৎ করে দেড় মাস বিদ্যালয় বন্ধ করার পেছনে আমরা অন্য কিছুর আভাস পাচ্ছি। আমরা আজ সরকারের ঘোষিত ছুটির বিরুদ্ধেই পথে নেমেছি।”

নিজস্ব চিত্র

তিনি আরও বলেন “রাজ্য শিক্ষা দপ্তর যদি অবিলম্বে এই ছুটির নির্দেশ বাতিল না করে আমরা অভিভাবকদের সঙ্গে নিয়ে এবার বৃহত্তর আন্দোলনে নামবো।” বালুরঘাটের পথ অবরোধে উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃত্ব সনাতন পাল, অলিন্দ চক্রবর্তী, তন্ময় পাল, সুস্মিতা দাস প্রমুখ।