এনএফবি ডেস্ক, কলম্বোঃ
আর্থিক কষ্টে জেরবার ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নাজেহাল মানুষের ক্ষোভ আছড়ে পড়ল প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাড়ির সামনে। বৃহস্পতিবার রাতে প্রায় পাঁচ হাজার জনতা কলম্বোয় তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর পাশপাশি পদত্যাগের দাবিও তোলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে আধা সামরিক বাহিনী, স্পেশাল টাস্ক ফোর্সকে ডাকতে হয়।
এদিকে রেকর্ড সময় ধরে চলছে লোডশেডিং। বৃহস্পতিবার থেকে মিলছে না ডিজেল। বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কার গণপরিবহণ। পেট্রোল বিক্রি হলেও সরবরাহ অত্যন্ত কম। বৈদেশিক মুদ্রার অভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি বন্ধ করতে হয়েছে শ্রীলঙ্কাকে।
আরও পড়ুনঃ মধ্যরাতে বড় ধাক্কা! ইমরানের পদচ্যুতি সময়ের অপেক্ষা