জুলাই 8, 2024
Latest:
জেলা

নবান্ন অভিযান ঘিরে পঞ্চায়েত প্রধানের ওপর চড়াও হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

নবান্ন অভিযানের সময় পূর্ব মেদিনীপুরের সোনাপাত্যা টোলপ্লাজার পুলিশ প্রশাসন বিজেপির অনেক বাস আটকে দেয় যার ফলে তাঁরা গন্তব্য স্থলে না পৌঁছাতে পেরে বিক্ষোভ দেখাতে থাকেন রাস্তার পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ছিঁড়ে। সেই সময় স্থানীয় পঞ্চায়েত প্রধান তারকনাথ জানা পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় সেই দৃশ্য দেখে প্রতিবাদ জানাতে গেলে তার ওপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তাকে জামাপ্যান্ট খুলে বেধড়ক মারধর করে। এর ফলে তিনি গুরুতর আহত হয়। এবং পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ওই স্থানে প্রতিবাদ কর্মসূচি নেয়।

নবান্ন
নিজস্ব চিত্র

এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের সদস্যা মামনি জানা, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ কান্তি হাজরা, সহ-সভাপতি-শোভা সাউ, সমস্ত কর্মাধ্যক্ষ, ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব জানা, যুব সভাপতি সুমিত সামন্ত। এছাড়াও এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশাসনিক বৈঠকে তিনি জানান যে বিজেপির নবান্ন অভিযানে এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান বিজেপির হাতে আহত হয়েছে তাঁকে যাতে সুচিকিৎসা করা যায়। তাই তিনি নির্দেশ দেন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যেন পিজি হসপিটালে রেফার করা হয় সমস্ত দায়-দায়িত্ব তিনি নিজে কাঁধে বহন করবেন এমনটাই জানিয়েছেন আজ।

বিজেপি কর্মী সমর্থকদের বেদম প্রহারে হাত ভাঙল পুলিশ কর্তার , ভর্তি এসএসকেএমে – NF Bangla Private Limited (newsfrontbangla.com)