জুলাই 3, 2024
Latest:
জেলা

“কলেজে চাকরি না পেলে তো বার ডান্সারের কাজ করতেন” অধ্যক্ষের বক্তব্যের বিরোধীতায় বিক্ষোভ জলপাইগুড়িতে

এনএফবি, জলপাইগুড়িঃ

প্রিন্সিপালের বিরুদ্ধে মহিলা কলেজ কর্মী সহ অন্যান্য কর্মীরা, অশালীন ব্যবহার, হুমকি, ইত্যাদির বিরুদ্ধে আজ প্রতিবাদে শামিল হয়েছিলেন জলপাইগুড়ি কমার্স কলেজে।

জানা গেছে ,মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কমার্স কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা মিলিত ভাবে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে স্বৈরাচারী ব্যবহারের অভিযোগ তুলে কলেজে চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ৷
অভিযোগকারীদের বক্তব্য, বর্তমান প্রিন্সিপাল কলেজের মহিলা কর্মী থেকে শুরু করে সবাইকে দমিয়ে রাখতে চেষ্টা করে সব সময়।
এছাড়াও, ফোনে হুমকি দেওয়া সহ নানান স্বৈরাচারী কাজ দীর্ঘ সাত বছর ধরে করে যাচ্ছেন। শুধু তাই নয়, অভিযোগকারী এক মহিলা কলেজ কর্মী জানান, প্রিন্সিপাল বলেছেন, এই কলেজে চাকরি না পেলে তো বার ডান্সারের কাজ করতেন। এমন সব অভিযোগ নিয়ে কার্যত জলপাইগুড়ি শিক্ষা মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যদিও এই প্রসঙ্গে কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ সিদ্ধার্থ সরকার নিজের ওপর আরোপিত সব অভিযোগ কে এক প্রকার নস্যাৎ করে বলেন, “আমার বিরুদ্ধে যদি এতই অভিযোগ তাহলে ওনারা থানায় এফ আই আর কেন করছেন না, মৌখিক কোনো অভিযোগের কোনো মূল্য নেই আমার কাছে।”