জুলাই 8, 2024
Latest:
রাজ্য

আন্দোলন অব্যাহত, জঙ্গল সাফারি বন্ধের হুঁশিয়ারি

এনএফবি, আলিপুরদুয়ারঃ

বিভিন্ন দাবিতে জলদাপাড়া জাতীয় উদ‍্যানে অস্থায়ী বনকর্মীদের আন্দোলন অব‍্যাহত। যারা জঙ্গল রক্ষা করে, হাতির মুখে খাবার তুলে দেয় পাশাপাশি হাতির দেখভাল করে, বন দফতরের সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষৎ এক প্রকার অন্ধকার দেখছেন তারা।

দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক টাকাও, এমনকি এ বছর পুজোর বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত অস্থায়ী বন কর্মীরা দিনরাত জঙ্গলে কাজ করে তাদের অবস্থা আজ সঙ্গীন। তাই অস্থায়ী বনকর্মী, মাহুত, পাতাওয়ালাদের স্থায়ীকরণের দাবি, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া বোনাস প্রদানের দাবি-সহ একাধিক দাবিতে জলদাপাড়াতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে জলদাপাড়ার অস্থায়ী বনকর্মী, মাহুত ও পাতাওয়ালারা। অস্থায়ী বনকর্মীরা জানান, আমরা কেউ দীর্ঘ প্রায় আট বছর কেউ দশ বছর যাবৎ ধরে কাজ করছি, কিন্তু আমাদের বেতন মাত্র সাত হাজার টাকা।এই মূল‍্যবৃদ্ধির যুগে সামান্য বেতন দিয়ে আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তাই তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বন দফতর তাদের সমস্ত দাবি না মানে তাহলে তারা সকলে অনির্দিষ্ট কালের ধর্মঘটে সামিল হবেন। ২৭ তারিখের পর জালদাপাড়ায় জঙ্গল সাফারিও তারা বন্ধ করে দেবার হুঁশিয়ারিও দিয়েছেন।