জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

এনএফবি, মুর্শিদাবাদঃ

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়াই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে।

দেবীপুর পঞ্চায়েতের বালিবোনা তেলেপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানায়, পঞ্চায়েত অফিস থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। যতক্ষন না আমাদের নাম যোগ করা হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। এরপর তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।

ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসনের মৌখিক আশ্বাসে বিক্ষোভ তুলে দেওয়া হয়।
যদিও দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনারুল ইসলামের দাবি, পঞ্চায়েত অফিস থেকে নয়, ব্লক অফিস থেকেই নাম বাদ দেওয়া হয়েছে। এর পেছনে পঞ্চায়েতের কোন হাত নেই। আমরা বিডিওকে জানিয়েছি। যারা যোগ্য তারা যেন ঘর পায় এই দাবি বিডিওর কাছে রেখেছি।