জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

আদিবাসী গৃহবধূ খুনের ঘটনায় বিক্ষোভ বালুরঘাটে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ‌

আদিবাসী গৃহবধূ খুনের ঘটনায় সোমবার ভারত জাকাত মাঝি পরগণার বালুরঘাটে বিক্ষোভ দেখা যায়। ভারত জাকাত মাঝি পরগণার দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিনের বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন ভারত জাকাত মাঝি পরগণার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বাবুলাল মুর্মু। এদিন পুলিশ সুপার অফিসের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য গত ১২ ই মে রাতে কুমারগঞ্জ থানার ফকিরগঞ্জ এলাকায় এক আদিবাসী গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কুমারগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই মৃতার সৎ ভাই রবীন টুডু কে গ্রেফতার করেছে।

বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র

এই বিষয়ে ভারত জাকাত মাঝি পরগণার জেলা সভাপতি বাবুলাল মুর্মু জানান, “পুলিশ সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আসল অভিযুক্তকে না ধরে তার সৎ ভাই কে গ্রেফতার করেছে। আমরা এদিন পুলিশ সুপারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছি। সঠিক বিচার না পেলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হতে বাধ্য হবো।”