জুলাই 5, 2024
Latest:
জেলা

স্থায়ী চাকরির দাবিতে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কর্মীদের স্মারকলিপি প্রদান

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সরকারি সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে নামলো কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কর্মীরা। এদিন বালুরঘাটে সারা বাংলা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার মহিলারা মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন। জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সরকারি সুযোগ-সুবিধার দাবিতে।

কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কর্মীরা মূলত বিভিন্ন স্বনির্ভর দল গঠনে, স্বনির্ভর দলের প্রশিক্ষণ ও বিভিন্ন সামগ্রী উৎপাদনের জন্য ব্যাঙ্ক লোনের সহায়তা করেন। এদিন তাদের ৬৫ বছর পর্যন্ত স্থায়ী সরকারি কর্মী করে বেতন বৃদ্ধির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন তারা ।