এনএফবি, জলপাইগুড়িঃ
করোনার দিনগুলো মানুষকে ভয়ানক মহামারীতে ফেলে দিয়েছিল। আজও মানুষ সেই ক্ষত থেকে বেরিয়ে উঠতে পারেনি। অনেকেই নিজের প্রিয়জনকে হারিয়েছে এই বন্দিদশায়, হারিয়েছে নিজের জীবিকা। লকডাউনে জনমানবহীন জীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা এখনও স্মৃতির দাগ হয়ে থেকে গেছে।
তবে সেই কঠিন পরিস্থিতিতে যারা মানুষের পাশে দাঁড়িয়েছিল, যারা এক ডাকে ছুটে এসেছিল করোনা আক্রান্ত রুগীর পাশে আজ সেই করোনা যোদ্ধা অস্থায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ার দের সামনে শুধুই অন্ধকার। করোনা অতিমারীর প্রকোপ কমতেই রাজ্য সরকার জেলার এই ধরণের অস্থায়ী ছাপ্পান্ন জনকে কাজ থেকে বরখাস্ত করেছে।
সোমবার এই করোনা যোদ্ধারা জলপাইগুড়িতে নিজেদের হারানো কাজের দাবিতে স্বারকলিপি প্রদান করতে এসে জানান, “ঐ ভয়ঙ্কর সময় আমরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে গেছি, কিন্তু আজ আমাদের যা অবস্থা তাতে মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই।”
করোনার সেই ভয়ানক দিন গুলোর স্মৃতি আজও দগদগে মানুষের মনে, কত জন হারিয়েছে আপনজনকে, লকডাউন, জনমানবহীন পথঘাট, তবে সেই কঠিন সময়ে যারা একটি ফোনেই ছুটে যেতো করোনা আক্রান্ত রুগীর পাশে, আজ সেই করোনা যোদ্ধা অস্থায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ার দের সামনে শুধুই অন্ধকার।