এনএফবি, গঙ্গারামপুরঃ
প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার রুখতে অভিযান গঙ্গারামপুর পুরসভার।রবিবার গঙ্গারামপুর চৌপথি,চিত্তরঞ্জন সবজি মার্কেট,মাছ বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় পুরসভার পক্ষ থেকে।
এদিনের এই অভিযানে হাজির ছিলেন গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস,এক্সিকিউটিভ অফিসার অজিত মন্ডল,কাউন্সিলার মানিক রায়,প্রাক্তন কাউন্সিলার তুলসি প্রসাদ চৌধুরী সহ অন্যান্যরা। প্লাস্টিক ক্যারিবাগের ব্যবহার রুখতে বাজারে যেসমস্ত দোকানপাট রয়েছে সেইসমস্ত দোকানে গিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের কুফল ও ৭৫ মাইগ্রেনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের ওপরে করা হুঁশিয়ারি দেন পুর কর্মীরা।প্রসঙ্গত বর্তমান সময়ে দিনের পর দিন বেড়েই চলেছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার।যার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এমতো অবস্থায় ১লা জুলাই থেকে গোটা দেশজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যান করা হয়েছে।সেইমতো গঙ্গারামপুর শহরকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা। রবিবার গঙ্গারামপুর চৌপথি, চিত্তরঞ্জন সবজি মার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ পুরসভার অন্যান্য কাউন্সিলার ও পুরকর্মীরা।