জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

মাথাভাঙ্গায় অজগর সাপ উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি, কোচবিহারঃ

আজ বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করা হল মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাওয়ার ডারা গ্রামের পিএইচই জলের পাম্প সংলগ্ন স্থানে।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় নাহা, সঞ্জিত দাস প্রমুখরা বলেন, সকাল দশটা নাগাদ এই অজগর সাপটি কে শুয়ে থাকতে দেখা যায় ৷ সাপের খবর ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে সাপটি দেখতে মানুষ ভিড় জমায়। পরবর্তী সময়ে স্থানীয়রা ওই অজগর সাপটিকে ধরে বস্তাবন্দি করে বনদপ্তর কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন মাথাভাঙ্গার বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল বলেন, ওই এলাকার স্থানীয় মানুষ প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ যার ওজন ৭ থেকে ৮ কেজি হবে সেটিকে ধরে বস্তাবন্দি করে আমাদের দপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। বিভাগীয় বন আধিকারিকের নির্দেশে উদ্ধার হওয়া ওই অজগর সাপটি কে বর্তমানে মাথাভাঙ্গার একটি বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সমুদ্র সৈকতে ডলফিনের দেহ উদ্ধার

বিশাল আকার অজগর সাপ উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উৎসাহী প্রচুর মানুষ ওই এলাকায় ভিড় জমায় ৷ ফলে স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।