জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

মারুগঞ্জে ডাম্পার দুর্ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ

এনএফবি, কোচবিহারঃ

ডাম্পারের ধাক্কায় তুফানগঞ্জের মারুগঞ্জে মৃত পাঁচজনের পরিবারের লোকজনদের সাথে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ মারুগঞ্জের পাকুড়তলা বাজার এলাকায় গিয়ে মৃত পাঁচ পরিবারের সাথে কথা বলে কিভাবে তাঁরা আর্থিক সহায়তা পাবেন, সে বিষয়ে মতামত দেন রবীন্দ্রনাথ বাবু। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের লোকজন।

২৮ মে বিকেলে মারুগঞ্জের পাকুড়তলা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়ের মধ্যে একটি ডাম্পার ঢুকে পড়ে। ওই ঘটনায় দুই ছাত্র সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ী চালাতে গিয়ে ডাম্পারটিকে ওই বাজারের মধ্যে ঢুকিয়ে দেয়। এরজেরেই এক সাথে এত গুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিন সেই মৃতদের পরিবার পরিজনদের সাথে দেখা করতেই পাকুরতলা বাজার এলাকায় যান রবীন্দ্রনাথ বাবু।

তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “যখন বাজার চলছিল। ক্রেতা বিক্রেতারা কেনাকাটা করছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় এক চালক তার ডাম্পার গাড়ি বাজারের ভিতরে ঢুকিয়ে দেয়। দোকানপাট ভেঙে, লোকজন চাপা পড়ে সেদিন ওই দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা খুবই মর্মান্তিক। তাঁদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের লোকজনদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলাম। এছাড়াও ওই দুর্ঘটনার মৃত ব্যক্তিদের পরিবার কিভাবে আর্থিক সহায়তা পাবে, সেই ব্যাপারেও তাঁদের সাথে আলোচনা করা হল।”

YouTube player