বালুরঘাটে উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলায় উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-র ১৬২তম জন্মজয়ন্তী। সোমবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে জেলার সদর শহর বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়।

এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল।

উপস্থিত অতিথিগণ। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। তবলায় তাপস দাস-এর সঙ্গে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তুনু দে। আবৃত্তি করেন অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ।

নিজস্ব চিত্র