অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ইডেনে প্রথম এলিমেনটরে আরসিবির কাছে হারের পরে নিজের ইনিংসের জন্য সমালোচনার স্বীকার হলেন লখনউ সুপার জায়ান্ট অধিনায়ক কেএল রাহুল। ২০৮ রান তাড়া করতে নেমে এদিন রাহুল ৫৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ইনিংসে ছিল পাঁচটা ওভার বাউন্ডারি আর তিনটে বাউন্ডারি। ১৮ ওভার ৪ বলের মাথায় জস হ্যাজেলউডের বলে শাহবাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হলেন। লখনউ ১৪ রানে হেরে আইপিএল থেকে ছিটকে গেলো। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেন রাহুল।
একজন ক্রিকেটভক্ত লেখেন,কে এল রাহুলের একটু আগে রানের গতি তোলা উচিত ছিল। ৩০ বলের বেশি খেলার পরেও ওর স্ট্রাইকরেট ১১০-১১৫। একজন আবার ট্রোলড করে পাকিস্তানের বাবর আজম, মিশবাহ উল হকদের ছবি ফটোশপ করে রাহুল কে তাঁদের মালা পড়ানোর ছবি পোস্ট করে তাচ্ছিলো সুরে লেখেন,কী সুন্দর অর্ধ শতরান ৪৩ বলে। যখন ২০৮ রান তাড়া করছো। ৪০ বলে পঞ্চাশ করার সবচেয়ে ধারাবাহিক পারফর্মর রাহুল।
এরপর একজন আবার লেখেন আইপিএল উত্তরাধিকার ক্ষেত্রে রায়নার জুতোও বাধঁতে পারে না রাহুল। আর এক ক্রিকেট অনুরাগী লেখেন যেখানে কে এল রাহুল সেই দলে ipl ট্রফি নেই। আবার এক ক্রিকেট অনুরাগির মতে টি টোয়েন্টি ক্রিকেটে তার দল।
এদিনের ম্যাচ শেষে ইডেনে দলের অধিনায়ক লোকেশ রাহুলের দিকে ক্রোধের মেজাজে তাকিয়ে কিছু বলছিলে দলের মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীরের দিকে চোখ ফেরাতে পারেননি রাহুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।এদিনের ম্যাচে বেশ কিছু ভুল করেছিল লখনউ অধিনায়ক কেএল রাহুল। দীনেশ কার্তিকের সহজ ক্যাচ মিস করেছিলেন রাহুল। ব্যাঙ্গালোরের ইনিংসের ১৫তম ওভারের মিড অফে ফিল্ডিং করছিলেন লখনউ-এর ক্যাপ্টেন কেএল রাহুল। মহসিন খানের বলে ক্যাচ তুলেছিলেন কার্তিক। গ্রিপিংয়ের ভুলে বল কেএল রাহুলের হাত থেকে ফস্কে যায়। এরপরে ব্যাট হাতেও দলকে জেতাতে পারেননি রাহুল।
এলিমেনটরে হেরে রাহুল বলেন,”কী কী কারণে জিততে পারিনি সেটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা মাঠে নিজেদেরকে ছোট করেছি ভালো ক্রিকেট না খেলে । সহজ ক্যাচ ড্রপ করে কখনই ম্যাচ জেতা যায় না। এটাই পার্থক্য গড়ে দেয় । যখন সেরা তিনের মধ্যে কেউ সেঞ্চুরি করেন, তখন সেই দল বেশিভাগ সময়ে জেতে। ওরা ভালো খেলে আমরা খারাপ খেলি তবে আমরা অনেক ইতিবাচক জিনিস নিয়ে ফিরব। ”