অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পরে তার বিকল্প হিসেবে এখনও কারোর নাম ঘোষণা করেনি বিসিসিআই। সুনীল গাভাসকারের মত ক্রিকেট বিশেষজ্ঞ ঋষভ পন্থকে কোহলির বিকল্প হিসেবে ভাবলেও প্রাক্তন বিসিসিআই সচিব সঞ্জয় জগদলে কিন্তু বলছেন লোকেশ রাহুলই কোহলির উত্তরসূরী হিসেবে আদর্শ। এক সাক্ষাৎকারে প্রাক্তন এই বোর্ড কর্তা বলেন,”আমি মনে করি ভবিষ্যতের দিকে তাকিয়েই ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন বাছা উচিত। সেই অনুযায়ী, আমি চাইব লোকেশ রাহুল টেস্টের অধিনায়ক হোক।” গত শনিবার বিরাট কোহলি টেস্টের নেতৃত্ব ছাড়ার পর আলোড়ন পড়ে যায় ভারতীয় ক্রিকেট মহলে। ৭১ বছরের সঞ্জয় জগদলে এও বলেন “আমি মনে করি, ভারতীয় ক্রিকেটে কখনও ক্ষমতার আস্ফালন ঘটানো উচিত না।” এরপরে জগদলে জানান, বিরাটের টেস্ট ক্রিকেটের প্রতি অবদান কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না।
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ শেষ হওয়ার পরই টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বোর্ড। গত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরাটের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছিল না। সূত্রের খবর, বোর্ডের কথা না শুনে চাপ কমাতে টি-২০ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন্সি না করার সিদ্ধান্ত নেন কোহলি। বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে কোহলির নেতৃত্ব কেড়ে নেয় বোর্ড। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছুটা কথার লড়াইতেও জড়িয়ে পড়েন কোহলি। এরপরে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট।