শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়তে পারেন রাহুল

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়তে পরেন লোকেশ রাহুলও। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, ইঙ্গিত কিন্তু তেমনটাই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয়।

এরপরই নতুন বছর ঘরের মাঠে দীর্ঘ ক্রিকেট সূচী রয়েছে টিম ইন্ডিয়ার। সেখনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। আর সেখানেই নাকি এবার লোকেশ রাহুলকে ভারতীয় দলের বাইরে রাখতে চাইছে নির্বাচকরা।

চোট পেয়ে বাংলাদেশের বিরুদ্ধেই একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। এমনকী টেস্ট সিরিজেও খেলতে পারেননি। তাঁর জায়গায় ভারতীয় দলের এই সিরিজে অধিনায়কের দায়িত্বে রয়েছেন লোকেশ রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই আঙুলে চোট লেগেছিল রোহিত শর্মার। আর সেই চোটের জেরেই শেষপর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ তেকে ছিটকে গিয়েছিলেন তিনি। একইসঙ্গে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। আগামী ৩ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেটের বাইশগজে যাত্রা শুরু করবে ভারতীয় দল

কিন্তু সেই সিরিজেই শোনাযাচ্ছে রোহিত শর্মার খেলার সম্ভাবনা খুবই কম। একইসঙ্গে শোনাযাচ্ছে এই সিরিজে নাকি লোকেশ রাহুলকেও দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সম্প্রতি খুবই খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল।