এনএফবি, মুর্শিদাবাদঃ
এখনও অধরা রয়েছে আনিস হত্যাকারীরা। জানা যায়নি কারা শুক্রবার রাতে আনিসের বাড়িতে এসে তাকে খুন করলো! আমতার এই ঘটনায় পুলিশ জড়িত, সিবিআই ছাড়া এই তদন্তের সত্য উন্মোচন হবে না বলে জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। বহরমপুরে ভোটের প্রচারে এসে, তৃণমূল বিরোধী মানুষ বিজেপির বাইরে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে উন্নয়নের টাকা চুরির রাস্তা করে দেবেন না বলে তিনি জানান। সিবিআই বহু তৃণমূল নেতাকে তদন্তের খাতিরে ডেকে পাঠাচ্ছে, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “তদন্ত বিলম্বের কারণে তৃণমূলের নেতারা এখনও জেলের বাইরে আছে। যদি তদন্ত দ্রুততার সাথে হত, ষাট পার্সেন্ট তৃণমূলের রাজ্য এবং জেলা নেতা আজকে নির্বাচন ক্ষেত্রে থাকার বদলে জেলখানায় থাকতো।”