জুলাই 8, 2024
Latest:
জেলা

স্বস্তির বৃষ্টি, বৈশাখী ঝড়ে কাড়ল প্রাণ

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

শনিবার সন্ধ্যার পর ঝড়বৃষ্টিতে গরম থেকে সাময়িক নিস্তার পেল পূর্ব মেদিনীপুর। ঝড়ের ফলে পূর্ব মেদিনীপুরে প্রাণ গেলো ৩ জনের,আহত হয়েছেন একাধিক। কালবৈশাখীর ঝড়ে মৃত্যু হয়েছে এক ১১ বছরের শিশুর।

ময়না থানার অন্তর্গত শ্রীকন্ঠা অঞ্চলের উত্তমপুর গ্রামের ১১ বছরের অমিত সামন্ত মায়ের সাথে খেঁজুরতলা বাজারে বাজার করতে গিয়েছিল। হঠাৎই কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে বৃন্দাবনচক গ্রামের কাছে। সেইসময় গাছের ডাল ভেঙ্গে পড়ে ওই ১১ বছরের ছেলের ওপর। মায়ের চিৎকারে এলাকাবাসী এসে ছেলেটিকে উদ্ধার করে ময়না হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাশাপাশি নন্দীগ্রামের দেবীপুরে মৃত্যু হল মা ও ছেলের। ইন্দিরা দুয়ারী(৫৫) ও ছেলে মৃনাল দুয়ারী(৩৫) বাড়ির সামনে বজ্রপাতে মৃত্যুর খবর মিলেছে। গাছের ডাল ভেঙে পড়ায়, ঘর থেকে বাইরে বেরোনোয় হঠাৎই বাজ পড়ে বাড়ির সামনে, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। এরপর স্থানীয়রা নন্দীগ্রাম থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে।

নিজস্ব চিত্র