অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইপিএলে তাঁদের প্রথম ও ট্রফি জয়ী অধিনায়ক প্রয়াত শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান রয়্যাল্স। ২০০৮ সালে সেই আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারায় তারা। ওই অনুষ্ঠানে থাকার কথা ওয়ার্নের ভাই জেসনের। তিনি রাজস্থানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার রাজস্থানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “যে স্টেডিয়ামে ওয়ার্ন আইপিএল ট্রফি হাতে তুলেছিলেন, সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানো হবে এবং তাঁর জীবনের কীর্তিগুলিকে উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে ওয়ার্নের প্রতি কোনও শোক প্রকাশ করা হবে না। বরং একজন বিখ্যাত, কিংবদন্তি মানুষের কীর্তিগুলিকে সম্মান জানানো হবে এবং ক্রিকেটে তিনি যে অবদান রেখে গিয়েছেন, সেগুলি ফিরে দেখা হবে। গোটা বিশ্বের বিভিন্ন মানুষের জীবনে তিনি যে প্রভাব ফেলেছেন সেগুলিকেও স্মরণ করা হবে।”রাজস্থান ওই ম্যাচে বিশেষ জার্সি পরে নামবে । সেই জার্সির কলারে ‘এসডব্লিউ২৩’ লেখা থাকবে, যা ওয়ার্নের নাম এবং পদবীর আদ্যক্ষর এবং তাঁর জার্সি নম্বর। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের একটি গ্যালারিকে ‘শেন ওয়ার্ন ট্রিবিউট গ্যালারি’ করা হয়েছে, যেখানে টিকিট থাকা সমর্থকরা গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। এ ছাড়া ২০০৮-এর সেই দলের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের থেকে ওয়ার্নের প্রতি বার্তা সংগ্রহ করা হয়েছে।