জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বিশ্বকাপের আগে ভারতকে খোঁচা রামিজের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২৩ অক্টোবর বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। কিন্তু আগে থেকেই উত্তেজনা তুঙ্গে সমর্থকদের। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে খোঁচা মেরে সমর্থকদের তাতিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

তাঁর মতে, ভারতের ১০০ কোটি ডলারের দলকে হারিয়েছেন বাবর আজমরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রামিজ বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচে দক্ষতার থেকেও বেশি মানসিক সক্ষমতা দরকার হয়। আপনি যদি মানসিক ভাবে তৈরি থাকেন এবং হাল না ছাড়েন, তা হলে ছোট দলও বড় দলকে হারাতে পারে। পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে পিছিয়ে থেকে নামত। তবে ইদানীং ভারত আমাদের হঠাৎই সমীহ করতে শুরু করেছে। কারণ, আগে ওরা ভাবত পাকিস্তানের কাছে হারতেই পারে না।” তিনি আরও বলেন, “পাকিস্তান দলেরই আসল কৃতিত্ব প্রাপ্য। ওরা প্রমাণ করে দিয়েছে যে একশো কোটি ডলারের দলকেও হারাতে পারে। আমি নিজে বিশ্বকাপ খেলেছি। কখনও ভারতকে হারাতে পারিনি। কিন্তু এই দলটা ভারতের থেকে কম শক্তিশালী হওয়া সত্ত্বেও দারুণ লড়াই করেছে। ওদের প্রশংসা করা উচিত।”