বালুরঘাটে অনুষ্ঠিত হলো দুর্লভ কুমারী পুজো

এনএফবি, দক্ষিন দিনাজপুরঃ

দুর্গাপুজোয় বিভিন্ন বনেদি বাড়ি সহ বিভিন্ন পুরনো ক্লাব এবং বিভিন্ন জায়গায় কুমারী পুজো সব সময় দেখা যায়। কিন্তু দুর্গাপুজোর তুলনায় বাসন্তী পুজোয় অষ্টমী তিথিতে কুমারী পুজো তা দুর্লভ বললেই চলে। আর এই দুর্লভ কুমারী পুজোই অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়া এলাকায়।

গত বছর করোনা আবহে অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দারা বাসন্তী পুজো ছোটো করে শুরু করলে, এই বছর তা দ্বিতীয় বর্ষের পদার্পণ করেছে। এলাকার বাসিন্দারা ঠিক করেছেন তারা এ বছর থেকে বাসন্তী পুজো উপলক্ষে অষ্টমীর দিন কুমারী পুজো সম্পন্ন করবেন। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দা বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী তপতী মুখার্জিকে কুমারী মাতা হিসেবে বেছে নেন।

নিজস্ব চিত্র

আর সেই কুমারী পুজো আজ মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট অভিযাত্রী পাড়ায়। এই পুজোর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারদা মিশনের মাতাজী। তার পুষ্পার্ঘ্যতে পুজো শুরু হয়।