জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

মহিষাদলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসলো একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় ভাষায় একে ব্লাকুড় বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। বিশেষজ্ঞদের মতে এটি অস্ট্রেলিয়ান রিডেল প্রজাতির ফিমেল কচ্ছপ ৷

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাড়ইপাড়া বয়াগড়া এলাকায় কচ্ছপটিকে দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ইয়ের ছেলে সুজিত বাড়ই সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতে ছিলো। সেই জালে কচ্ছপটি উঠে আসে। প্রথমে কচ্ছপটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। পরে আবার জড়িয়ে যায়। তার পর তারা কচ্ছপটিকে পারে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে।

YouTube player
নিজস্ব চিত্র

আজ থেকে প্রায় ৩০ বছর আগে এর থেকে একটু বড় মাপের কচ্ছপ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিলো। তারপর আবার এই ধরণের কচ্ছপ মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ছুটে আসে ৷